English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ১৬:১৫

ভারমুক্ত হচ্ছে না টেলিটক

নিজস্ব প্রতিবেদক
ভারমুক্ত হচ্ছে না টেলিটক

ঢাকা: দুই বছরেও ব্যবস্থাপনা পরিচালক না পাওয়ায় ভারপ্রাপ্তদের দিয়েই চলছে রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটক। টেলিটকের থ্রিজি প্রকল্পের কর্মকর্তা থেকে নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন অপারেটরটির জেনারেল ম্যানেজার (অর্থ) কাজী মো. গোলাম কুদ্দুস।  

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে সম্প্রতি এই দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানা গেছে। তবে মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন গিয়াস উদ্দিন আহমেদ। 

এ বিষয়ে গিয়াস উদ্দিন আহমেদের পিএস কাজী রাকিবুল ইসলাম জানান, আজ পর্যন্ত মন্ত্রণালয় থেকে আমাদের কাছে এখনও কোনো বার্তা আসেনি। স্যার স্বপদে দায়িত্ব পালন করছেন। 

২০১৪ সালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে টেলিটক থেকে অবসরে যান মুজিবুর রহমান। এরপর থেকেই গিয়াস উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

প্রতিমন্ত্রী হিসেবে তারানা হালিম মন্ত্রিসভায় যোগ দেয়ার পর গত বছর থেকে অপারেটরটির শীর্ষ পদে স্থায়ী এমডি'র খোঁজ শুরু হয়। কিন্তু এক বছরেও যোগ্য কর্তা খুঁজে পায়নি। ফলে ভারপ্রাপ্ত হিসেবেই প্রেষণে টেলিটকে আসা টেলিকম ক্যাডারের কাজী মো. গোলাম কুদ্দুসকে নিয়োগ দেয়া হয়েছে।

জানা গেছে, ২০১৬ সালের নভেম্বরে এই প্রেষণাদেশ বাতিল করে লিয়েন মঞ্জুরের সুবিধার্থে এই কর্মকর্তাকে (মো. গোলাম কুদ্দুস) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে টেলিযোগাযোগ অধিদপ্তরে ন্যাস্ত করা হয়।