English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ১৬:৪১

বাজারে এলো আসুসের ১০৫০টিআই গ্রাফিক্স কার্ড

নিজস্ব প্রতিবেদক
বাজারে এলো আসুসের ১০৫০টিআই গ্রাফিক্স কার্ড

তথ্য প্রযুক্তি ডেস্ক: আসুস বাজারে নিয়ে এলো জিটিএক্স-১০ সিরিজের ইএক্স-জিটিএক্স ১০৫০টিআই-ও৪জি মডেলের গ্রাফিক্স কার্ড।  বাংলাদেশে এর একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

এই গ্রাফিক্স কার্ডটিতে একটি ডিভিআই, একটি এইচডিএমআই এবং একটি ডিসপ্লে পোর্ট রয়েছে। এর মেমোরি ইন্টারফেস ১২৮ বিটের, মেমোরি ক্লক ৭০০৮ মেগা হার্জের কুডা কোর ৭৬৮। এতে নতুন প্রযুক্তির ফ্যান ব্যবহার করা হয়েছে; যা আগের তুলনায় দ্বিগুণ টেকসই নতুন গ্রাফিক্স কার্ডটি।

অতিরিক্ত পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না; তাই যে কোনো সাধারণ পিসিতেও এ গ্রাফিক্স কার্ডটি ব্যবহার করা যাবে। এ গ্রাফিক্স কার্ডটির মূল্য মাত্র ১৭ হাজার ৫০০ টাকা। সঙ্গে থাকছে ২ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।