English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ০৯:৩১

চমক নিয়ে আসছে আসুস জেনফোন ৪

অনলাইন ডেস্ক
চমক নিয়ে আসছে আসুস জেনফোন ৪

প্রযুক্তি ডেস্ক: ঘুরে দাড়িয়ে চলতি বছরে বাজারে আনছে আসুস জেনফোন-৩ স্মার্টফোন। এজন্য কোম্পানিটি একটি সঠিক রোডম্যাপ তৈরি করেছে। পরিকল্পনা অনুযায়ী মুনাফা বাড়াতে জেনফোন ৩ জুম ও জেনফোন এআর উন্মোচন করবে।

সূত্র জানিয়েছে, এ বছর আসুসের সবচেয়ে বড় চমক জেনফোন-৫ স্মার্টফোন। আর এই চমকটির দেখা মিলবে মে মাসে।

বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা না হলেও জানা গেছে জেনফোন ৩ স্মার্টফোনের চেয়ে ভালোমানের হার্ডওয়্যার ও সুবিধা নিয়ে আসবে জেনফোন-৪।

তবে ঠিক কবে নাগাদ ফোনটি আনার ঘোষনা দেবে তা এখনও প্রকাশ হয়নি। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ঘোষণা আসতে পারে। আর বাজারে আসতে তা কয়েক মাস গড়াবে। সেই হিসেবে মে মাস সঠিকই বলে মেনে নেওয়া যায়।