English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৭ ১৮:৫৬

কৃষিখাতে বেসিস-ইউএসএইড যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
কৃষিখাতে বেসিস-ইউএসএইড যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত

ঢাকা: দেশের কৃষি খাতে তথ্য-প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও সংশ্লিষ্টদের মানোন্নয়নে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ইউএসএইড। 

সোমবার (১৬ জানুয়ারি) বেসিস সভাকক্ষে প্রতিষ্ঠান দুটির মধ্যে এবিষয়ে সিদ্ধান গ্রহণ করা হয়।

বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- ইউএসএইড’স এগ্রিকালচারাল ভ্যালু চেইনস (এভিসি) প্রকল্পের চিফ অব পার্টি মাইকেল ফিল্ড, আইসিটি মার্কেট স্পেশালিস্ট মাসুদ রানা ও বেসিসের পরিচালক উত্তম কুমার পাল।

বৈঠকে কৃষির জন্য তথ্য-প্রযুক্তি টুলস উদ্ভাবন, কৃষকদের সচেতনতা বৃদ্ধি, গবেষণা ও যারা এসব টুলস ব্যবহার করতে চায় তাদের সহযোগিতার বিষয়ে যৌথভাবে কাজ করার কথা জানানো হয়। একইসঙ্গে বেসিসের সদস্য কোম্পানিরা যাতে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে সেজন্য তাদের মানোন্নয়নে ও দক্ষতা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করা হবে।

আগামী ২০১৮ সালের জুন এর মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।