English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৭ ০৯:৪৭

মঙ্গল থেকে চাঁদ ও পৃথিবীর বিরল ছবি প্রকাশ করল নাসার

অনলাইন ডেস্ক
মঙ্গল থেকে চাঁদ ও পৃথিবীর বিরল ছবি প্রকাশ করল নাসার

প্রযুক্তি ডেস্ক : মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি এর আগেই বহুবার প্রকাশিত হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের স্যাটেলাইট থেকে তোলা চাঁদেরও বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সম্প্রতি চাঁদ এবং পৃথিবীর আরো ৪ সেট ছবি প্রকাশ করেছে সংস্থাটি। তবে এবারের ছবিগুলোর বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ।

মার্স রিকোনায়সেন্স অরবিটার স্পেসক্রাফট থেকে উচ্চ রেজুলেশন (HiRise) ক্যামেরা দিয়ে তোলা পৃথিবী এবং চাঁদের এ ছবিগুলো তোলা হয় গত বছরের ২০ নভেম্বরে। নাসা বলছে, চাঁদের ছবিগুলো কম্পোজিশনের আগেই অত্যন্ত উজ্জ্বল ছিলো। প্রায় ১২৭ মাইল বা ২০৫ কিলোমিটার দূর থেকে তোলা ছবিগুলোতে পৃথিবীকে সবুজ, লাল আবার কখনো নীলাভ দেখাচ্ছে।

(HiRise) এবং আরো পাঁচটি শক্তিশালী যন্ত্র সম্বলিত মার্স রিকোনায়সেন্স অরবিটার স্পেস ক্রাফটটি ২০০৬ সাল থেকে মঙ্গলকে পর্যবেক্ষণ করে আসছে।