English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ০১:৩৬

গুছিয়ে বাক্য গঠন করবে গুগল ট্রান্সলেট অ্যাপ

অনলাইন ডেস্ক
গুছিয়ে বাক্য গঠন করবে গুগল ট্রান্সলেট অ্যাপ

নিউজ ডেস্ক : এখন থেকে গুছিয়ে বাক্য গঠন করবে গুগল ট্রান্সলেট অ্যাপ। এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সলেট করতে গেলে গুগল ট্রান্সলেটরের সাহায্য নেওয়া যায়। কিন্তু গুগলের এই অ্যাপকে আরো উন্নত করা হয়েছে। গুগল ট্রান্সলেট এখন পুরো বাক্য শুদ্ধ অনুবাদ করতে পারবে। 

গুগলের এক ব্লগ পোস্টে বলা হয়, বড় অনুবাদও প্রাসঙ্গিক করবে গুগল। মানুষ যেভাবে ব্যাকরণ ব্যবহার করে কথা বলে, সেভাবে গুছিয়ে বাক্য গঠন করবে অ্যাপটি। এতে ব্যবহৃত হবে নিউরাল মেশিন ট্রান্সলেশন। নিউরাল মেশিন পদ্ধতি হচ্ছে মানুষের ভাষা কম্পিউটারকে শেখানোর পদ্ধতি। 

গত বছরের সেপ্টেম্বরে গুগল এ-সংক্রান্ত গবেষণার কথা জানায়। গত বছরের নভেম্বর থেকে পদ্ধতিটি গুগল ট্রান্সলেটরে অ্যাড করা হয়েছে। ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ ও চায়নিজ ভাষা ট্রান্সলেটে এ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। অন্যান্য ভাষার ক্ষেত্রেও এর প্রয়োগ হবে।