English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ০২:১১

সাইলেন্ট থাকলেও এবার খুঁজে পাবেন মোবাইল

অনলাইন ডেস্ক
সাইলেন্ট থাকলেও এবার খুঁজে পাবেন মোবাইল

মোবাইল ফোন ছাড়া এ যুগের মানুষ অচল। কাজের ফাঁকে ফাঁকে একবার করে হাতের ফোনটির দিকে নজর বুলিয়ে নেওয়ার অভ্যাসও আছে অনেকের। কিন্তু সেই ফোন যদি হারিয়ে যায়?‌ বলতেই পারেন, অন্য কোনও ফোন থেকে একটা কল করে নিলেই হল। কিন্তু সেই ফোন যদি থাকে ‘‌সাইলেন্ট মোড’‌–এ?‌ তাহলে কী করবেন?‌ চিন্তা নেই, তাহলেও ফোন খুঁজে পাওয়ার উপায় আছে।

*** প্রথমে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে গুগল খুলে ফেলুন।  *** সার্চ বারে লিখুন ‘ফাইন্ড মাই ফোন’।  *** তার পর গুগল অ্যাকাউন্ট বা জি মেল অ্যাকাউন্টে সাইন ইন করুন।  *** এবার নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগলে।  *** এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইজ ম্যানেজারটি ‘অন’ করুন। 

*** ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।  ***আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি রিং হতে শুরু করবে।