English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ০১:২৯

পাকিস্তানি সাইবার আক্রমণের শিকার বাংলাদেশ

অনলাইন ডেস্ক
পাকিস্তানি সাইবার আক্রমণের শিকার বাংলাদেশ

মঙ্গলবার সকাল ১০টার দিকে পাকিস্তানি হ্যাকারদের আক্রমণে বাংলাদেশে বন্ধ হয়ে যায় গুগল। পরে প্রায় আধা ঘণ্টা পর ১০টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ চ্যাপ্টারের নিয়ন্ত্রণ ফিরে পায় গুগল। 

সে সময় শুধু গুগল ডটকম ডটবিডি নয়, বাংলাদেশ থেকে আরো বেশ কিছু সাইটে ঢুকতে সমস্যা হচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটা ছিলো একটি বড় ধরনের সাইবার হামলা। আবার অনেকেই মনে করছেন, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার আক্রমণের মুখে পড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার সকাল বাংলাদেশ থেকে অনেকেই গুগল ডটকম ডটবিডি সাইট ব্যবহার করতে পারছেন না। সামাজিক যোগাযোগের মাধ্যমেও বিষয়টি অনেকেই উল্লেখ করেছেন। কেউ কেউ ‘হ্যাক’ হওয়ার কথা বলছেন।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, কিছু সমস্যা তারা দেখতে পেয়েছে। এই সমস্যাটিকে কারিগরি ভাষায় বলে ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’। সম্ভবত, ডটবিডি সার্ভার কম্প্রোমাইজ থেকে এটা হয়েছে। এ সমস্যার কারণেই গুগল ডটকম ডটবিডি সাইটে ঢোকা যাচ্ছে না, তা রিডিরেক্ট হয়ে যাচ্ছে।

‘ডিএনএস ক্যাশ পয়জনিং’ হচ্ছে ডিএনএসে একধরনের আক্রমণ,যাতে ইন্টারনেট ট্রাফিক ভুয়া সাইটে চলে যায়।

বিটিআরসির সূত্র জানায়, বিষয়টি খতিয়ে দেখে পরে জানানো হবে। অবশ্য বিষয়টি নিয়ে বিটিআরসির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।