আইফোন-সেভেন এস চাইতেও বেশি দামী ফোন!
মোবাইল ফোন বর্তমানে আমাদের নিত্যদিনের সঙ্গী। এই ফোন নিয়ে টিনেজ থেকে শুরু করে সবার মধ্যে এখন একটা প্রতিযোগীতা মূলক মনভাব দেখা যায়। কে কার চাইতে বেশি দাবি ফোন ব্যবহার করতে পারে। এসব মোবাইল সেটের মধ্যে সব থেকে দামী ফোন বললেই আমরা সাধারণ ভাবে বুঝি আইফোন-সেভেন এস। তবে এই ধারণাই ঠিক নয়৷ এমন অনেক ফোন রয়েছে যেগুলো আইফোনের থেকে বেশি দামি৷
জেনে নিন সেই সব ফোনগুলো নাম- ১) আইফোন-সিক্স ফ্যালকন সুপারনোভা পিঙ্ক ডায়মন্ড : এই ফোনের বিশেষত্ব হল এটি গোলাকোর দেখতে৷ এটি হীরে দিয়ে মোড়া নয়, বরং ফোনটির পেছনে রয়েছে সোনা৷এই ফোনের দাম ৯৫, ৫০০,০০০ ডলার৷ ২) আইফোন-ফাইভ ব্ল্যাক ডাইমন্ড : ফোনটির মধ্যেও রয়েছে ব্ল্যাক ডায়মন্ড৷এটি প্রধানত তৈরি করেছেন চীনের ব্যবসায়ীরা৷ফোনটির দাম ১৫,৩০০,০০০ ডলার৷ ৩) আইফোন-সিক্স অমুজু কল অফ ডায়মন্ড : এই ফোনে রয়েছে বিভিন্ন ডিজাইন৷ ছয় হাজার হাতে বসানো হীরে রয়েছে এ আইফোনটিতে৷ দাম ২,৭০০,০০০ ডলার৷ ৪) গোল্ডভিস লে মিলিয়ন : ফোনটির ডিজাইন করেছে ওয়াচ ও জুয়েলারি ডিজাইনার৷ তৈরি করতে লেগেছে ১৮ ক্যারেট স্বর্ণ ও ২০ ক্যারেট হীরে৷দাম ১,৩০০,০০০ ডলার৷ ৫) ডায়মন্ড ক্রিপটো স্মার্টফোন : এই ফোন তৈরি করা হয়েছে সলিড প্ল্যাটিনিয়াম দিয়ে৷ হাইটেক টোকনোলজি ব্যবহার করে ফোনটি তৈরি করা হয়েছে৷ ফোনটির ধারে রয়েছে ২.৫ প্রিন্সেস কাট হীরে৷দাম ১,৩০০,০০০ ডলার৷ ৬) গ্রেসো লাকজোর লাক্স ভেগাস জ্যাকপট : কালো ডায়মন্ড দিয়ে তৈরি হয়েছে এই ফোন৷ দাম ১,০০০,০০০ ডলার৷ ৭) ভারচু সিচনেচার কোবরা : এই ফোনে রয়েছে ৪০৯টি রুবি স্টোন৷ দাম ৩১০,০০০ ডলার৷ ৮) ব্ল্যাক ডায়মন্ড ভিআইপিএন স্মার্টফোন : এই ফোনটিতেও রয়েছে ব্ল্যাক ডায়মন্ড৷দাম ৩০০,০০০ ডলার৷ ৯) আইফোন প্রিন্সেস প্লাস: ফোনটি লঞ্চ করেছে ২০০৮ সালে৷ ফোনটিতে রয়েছে ১৮ ক্যারেট ওয়াইট গোল্ড রিম৷এই ফোন পাওয়া যাবে ১৭০,৪০০ ডলারে৷ ১০) ভারটু সিচনেটার ডায়মন্ড : এই ফোন তৈরি হয়েছে প্ল্যাটিনিয়াম দিয়ে৷পাওয়া যাবে ৮৮,০০০ ডলারে৷