English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ১১:২৬

ক্রেডিট কার্ড হ্যাক করতে সময় লাগে ৬ সেকেন্ড মাত্র!

অনলাইন ডেস্ক
ক্রেডিট কার্ড হ্যাক করতে সময় লাগে ৬ সেকেন্ড মাত্র!

ভিসা ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারকারীদের কার্ডের নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সিকিউরিটি কোড বের করা অতি নগন্য এক কাজ। নতুন এক গবেষণায় এসব তথ্য বেড়িয়ে এসেছে। 

অ্যাকাডেমিক জার্নাল আইইইই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তাদের গবেষণায় বলে, ডিস্ট্রিবিউটেড গেসিং অ্যাটাকের মাধ্যমে ভিসা কার্ডের যাবতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য বের করে ফেলা যায়।

নিউক্যাসল  ইউনিভার্সিটির এই গবেষক দল ভিসা কার্ডের নিরাপত্তার ত্রুটি বের করতে এই গবেষণা চালায়। হ্যাকাররা কার্ডের যেকোনো তথ্য মাত্র ৬ সেকেন্ডের মধ্যে বের করতে সক্ষম হয়েছেন।

সম্প্রতি টেস্কো সাইবারঅ্যাটাক ঘটনায় কেবল ডিস্ট্রিবিউটেড গেসিং অ্যাটাকের মাধ্যমে ২.৫ মিলিয়ন পাউন্ড হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

এসব হ্যাকিং থেকে বাচতে সত্যিকার অর্থে এমন কোনো কার্যকর পদ্ধতি নেই যার মাধ্যমে আপনার ভিসা কার্ডটি নিরাপদ থাকতে পারে, বলেন নিউক্যাসল ইউনিভার্সিটির ড. মার্টিন এমস। তবে যতটা সম্ভব নিরাপদ থাকতে যেকোনো একটি কাজে অনলাইন পেমেন্ট করুন। সেই কার্ডের ব্যালেন্স সম্পর্কে নিয়মিত খবর নিন।

সূত্র: ইন্টারনেট