English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ১৪:২৭

হোয়াটসঅ্যাপের আকর্ষণীয় দুই নতুন সেবা

অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপের আকর্ষণীয় দুই নতুন সেবা

ঢাকা: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের এখন অভাব নেই। দিন যত যাচ্ছে তত ভিড় বাড়ছে নতুন নতুন মেসেজিং অ্যাপের। তবে আর পাঁচটা মেসেজিং অ্যাপের মধ্যেও নিজেকে প্রতিবারই সেরা প্রমাণ করেছে হোয়াটসঅ্যাপ। এর ব্যতিক্রম হলো না এবার, নতুন দুটি ফিচার যুক্ত হলো ফেসবুক অধিকৃত অ্যাপটিতে।

তা কী সেই দু’টি ফিচার? এবার থেকে হোয়াটসঅ্যাপে ডাউনলোড করার সময়ই ভিডিও স্ট্রিম করা যাবে। অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও এলে তা দেখার জন্য আর পুরো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ভিডিও আসামাত্র ক্লিক করলেই তা চালু হয়ে যাবে। 

হোয়াটসঅ্যাপে আসা ভিডিও দুইভাবে ডাউনলোড করা যায়। যদি সেটিংসে ডাউনলোডে অটো অপশনটি অন থাকে, সেক্ষেত্রে ভিডিওটি এলে নিজে থেকেই ডাউনলোড হতে শুরু করে। আরেকটি হল 'ম্যানুয়ালি', মানে আপনি নিজে থেকে ক্লিক করে ভিডিওটিকে ডাউনলোড করতে পারেন। সেসব এখন গৌণ। কারণ, ডাউনলোডে বসিয়েই দেখতে পারবেন ভিডিও।

দ্বিতীয় ফিচারটি হলো অ্যানিমেটেড জিআইএফ ইমেজ। অর্থাৎ যে ছবি স্থির নয়, তাও ইচ্ছে মতো এডিট করা যাবে। কীভাবে ব্যবহার করবেন এই ফিচারটি? হোয়াটসঅ্যাপের অ্যাটাচমেন্টে ক্লিক করলেই খুলে যাবে গ্যালারি। সেখান থেকে বেছে নিন যে কোনো একটি জিআইএফ ইমেজ। বন্ধুকে পোস্ট করার আগে নিজের ইচ্ছে মতো জিআইএফ-এর মাপ ছোট-বড় করে নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপে কি এখনও এই অপশন দু’টি খুঁজে পাচ্ছেন না? তার জন্য গুগল প্লেস্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটি আপডেট করে নিন। তবে এই নতুন দুই ফিচার আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্যই চালু করা হয়েছে।