English Version
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১১:২৩

আইফোন ৭ এর ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস

অনলাইন ডেস্ক
আইফোন ৭ এর ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস

গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত হয়েছে অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন ৭ এবং ৭ প্লাস। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাটারি ক্যাপাসিটির বিষয়টি উল্লেখ করেনি অ্যাপল। কিন্তু শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেল সেই তথ্য।

নতুন আইফোনের ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস হয়ে গিয়েছে। তথ্যটি পাওয়া গিয়েছে চীনের সার্টিফিকেশন ওয়েবসাইট ‘টেনা’ থেকে। জানা গিয়েছে, আইফোন ৭ প্লাস-এর ব্যাটারি ক্যাপাসিটি হল ২৯০০ এমএএইচ যা কি না আইফোন ৬এস প্লাস-এর ২৭৫০ এমএএইচ থেকে একটু বেশি। ওদিকে আইফোন ৭-এর ব্যাটারি ক্যাপাসিটি হল ১৯৬০ এমএএইচ যা কি না আইফোন সিক্স এস-এর ১৭১৫ এমএএইচ-এর চেয়ে অল্প বেশি। তবে এখনও পর্যন্ত অ্যাপেলের তরফ থেকে এই স্পেক ঘোষণা করা হয়নি।