English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০২

অ্যাপলের তারবিহীন হেডফোনের দাম ১২ হাজার টাকা

অনলাইন ডেস্ক
অ্যাপলের তারবিহীন হেডফোনের দাম ১২ হাজার টাকা

তারহীন হেডফোন আনলো অ্যাপল। এর মডেল এয়ারপড। এই হেডফোন দুইটি অ্যাপলের সকল ফোনে সংযুক্ত করে গান শোনা, কথা বলা যাবে। এটিতে অ্যাপল ডিজিটাল অ্যাসিসট্যান্ট সিরি ব্যবহার করা যাবে।

হেডফোনটির জন্য আছে অ্যাপলের ওয়্যারলেস চার্জি কেস ও কেরিং কেস। হেডফোনসহ এই কেসের মূল্য ১৫৯ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় মূল্য দাঁড়ায় ১২ হাজার ৪৭৪ টাকা।

হেডফোনটিতে আছে অ্যাপলের আল্ট্রা লো পাওয়ার ডাব্লিউ১ চিপ। এই চিপ এয়ারপড দুইটকে সরবরাহ করবে উচ্চ মানের অডিও এবং ব্যাটারি লাইফ।