English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৯

এলো অ্যাপলের নতুন স্মার্টওয়াচ

অনলাইন ডেস্ক
এলো অ্যাপলের নতুন স্মার্টওয়াচ

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে অ্যাপল ইভেন্টে পরবর্তী প্রজন্মের স্মার্টফোন আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস অবমুক্ত করা হয়েছে। এসময় অ্যাপল নতুন স্মার্টওয়াচ অবমুক্ত করার ঘোষণা দেয়। এর মডেল অ্যাপল ওয়াচ ২। এতে দ্রুত গতির প্রসেসর ব্যবহৃত হয়েছে। এই ফোনটিতে পোকেমন গো গেমস খেলা যাবে।

পানিরোধী এই স্মার্টওয়াচটি ৩৬৯ ডলারে বিক্রি হবে। এই ওয়াচটিতে ফিটনেস ট্রেকার ফিচার রয়েছে। আরও আছে উজ্জ্বল ডিসপ্লে এবং জিপিএস।