English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৮

অবশেষে বাজারে এলো আইফোন ৭ ও ৭ প্লাস

অনলাইন ডেস্ক
অবশেষে বাজারে এলো আইফোন ৭ ও ৭ প্লাস

অবশেষে বাজারে এলো বহুল প্রত্যাক্ষিত অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর একটি ইভেন্টে আইফোন ৭ এবং ৭ প্লাস অবমুক্ত করার ঘোষণা দেয়া অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিক কুক। এ সময় তিনি বলেন, ‘অ্যাপলের সেরা ফোন আমরা বাজারে এনেছি।’ এ মাসেই ফোন দুইটি বাজারে পাওয়া যাবে।

নতুন আইফোন দুইটির নকশায় পরিবর্তন আনা হয়েছে। এর হোম বাটনে ব্যবহৃত হয়েছে ফোর্স সেনসেটিভিটি। এছাড়াও এতে আছে নতুন প্রজন্মের ট্যাপটিক ইঞ্জিন।

গোল্ড, সিলভার, রোজ গোল্ড, জেট ব্ল্যাক এবং ব্ল্যাক এই কয়টি রঙে আইফোন ৭ পাওয়া  যাবে। ধুলোবালি ও পানি রোধী এই ফোনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) প্রযুক্তি। আইফোন ৭ এর রিয়ারে আছে দুইটি ক্যামেরা।

আইফোনের সামনে ৭ মেগাপিক্সেলের ফেসটাইম এইচডি ও পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরার মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল ও অন্যটি ৫৬ মিলিমিটার টেলিফটো লেন্স।

একবার চার্জ দিলে ব্যাটারি টানা পাঁচ ঘণ্টা চলবে আইফোন ৭। পারফরম্যান্সের দিক থেকে এটি অন্য সব মডেলের আইফোনকে পেছনে ফেলবে। এতে থাকছে এ১০ ফিউশন প্রসেসর, যাতে চার কোর প্রসেসর ও ৩ দশমিক ৩ বিলিয়ন ট্রানজিস্টর থাকবে। আইফোন ৬ এসে ব্যবহৃত এ ৯ চিপের চেয়ে গ্রাফিকস ৫০ শতাংশ দ্রুত কাজ করবে।

৩২ জিবির আইফোন ৭ বিক্রি হবে ৬৪৯ মার্কিন ডলারে। ১২৮ জিবি ও ২৫৬ জিবি মডেলের আইফোনও বাজারে আসবে। ৩২ জিবির আইফোন ৭ প্লাসের দাম হবে ৭৬৯ মার্কিন ডলার। সেপ্টেম্বর মাস থেকেই ফোনটি কেনার জন্য প্রি-অর্ডার দেয়া যাবে। ১৬ সেপ্টেম্বর থেকে ফোন দুইটির বিক্রি শুরু হবে।