English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৩০

কাটাকুটির হাটে পাবে কিচেন টুলস

অনলাইন ডেস্ক
কাটাকুটির হাটে পাবে কিচেন টুলস

রান্নাকে সহজ করে তুলতে কিচেন টুলস নিয়ে রাজধানীর মিরপুরের ময়ূরী কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে বিরাট কাটাকুটির হাট। তিন দিনব্যাপী মেলার আয়োজন করেছে ই-কমার্স মার্কেটপ্লেস আজকের ডিল ডটকম।

মেলা শুরু হয়েছে রোববার (৪ সেপ্টেম্বর)। এবং চলবে মঙ্গলবার পর্যন্ত। এবারই প্রথম অনলাইনের পাশাপাশি এমন একটি আয়োজন করছে আজকের ডিল। এখানে ২৪টি স্টলে আজকের ডিলের বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানরা অংশগ্রহণ করেছে। অনবদ্য সব কিচেন টুলসগুলোর মধ্যে রয়েছে রুটি মেকার, নাইসার ডাইসার প্লাস, কিয়াম প্রেশার কুকার, মাল্টিফাংশনাল অনিয়ন চপার, ইলেকট্রিক স্পাইস গ্রাইন্ডার, থ্রি ইন ওয়ান ইলেকট্রিক বারবিকিউ গ্রিল মেশিন, ম্যাজিক বুলেট ব্লেন্ডার ২১ সেট, ম্যানুয়াল মাল্টি-ফাংশনাল মিট গ্রাইন্ডার, ডাবল লেয়ার কিচেন র‌্যাক, হোম মেইড কিচেন অ্যাপ্রনসহ আরো হরেক রকম কিচেন টুলস।   মেলা আয়োজন সম্পর্কে আজকের ডিলের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, আমাদের এমন আয়োজন এটাই প্রথম। আজকের ডিল চায় সাধারণ, কর্মজীবী গৃহিণীদের উন্নত প্রযুক্তির রান্নার সরঞ্জাম পৌঁছে দিতে।

কারণ প্রযুক্তি এখন রান্নাকেও সহজ করে দিয়েছে। একইসঙ্গে তাদের অনলাইনে কেনাকাটা করতে আগ্রহী করে তোলা। মেলাটি প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। মেলা সম্পর্কে বিস্তারিত জানতে যেতে হবে এই  করুন লিঙ্ক ১ ও ফেসবুক লিঙ্ক২।