English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫১

৭৯% ছাড় পিকাবু ডটকমে

অনলাইন ডেস্ক
৭৯% ছাড় পিকাবু ডটকমে
৪৭টি ব্রান্ডের টিভি, ফ্রিজ ও এসিসহ প্রায় ১১০০টি পণ্যের ওপর সর্বোচ্চ ৭৯% ছাড়ের অফার দিচ্ছে পিকাবু ডটকম। আসন্ন ঈদু আজহা উপলক্ষে ক্রেতাদের জন্য অনলাইনে হোম অ্যাপ্লায়েন্স ফেস্টিভাল আয়োজন করেছে ই-কমার্স।
 
ক্রেতারা পিকাবু ডটকম থেকে সবধরনের ব্রান্ডের পণ্য কিনতে করতে পারবেন। ক্রেতাদের শুধুমাত্র পিকাবু ডটকমের সাইটে গিয়ে অর্ডার করলে ঢাকার ভিতরে সর্বোচ্চ ৪৮ ঘন্টা এবং ঢাকার বাইরে সর্বোচ্চ ৯৬ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে পণ্য।
 
সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে দি সিটি ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য পিকাবু ডটকমে আছে ০% ইন্টারেস্টে ইএমআই বা সহজ কিস্তি সুবিধা।
 
এছাড়া ডেবিট কার্ড ও ক্যাশ অন ডেলিভারি সুবিধাতো থাকছেই। আবার ক্রয়কৃত পণ্যে কোনো ক্রটি থাকলে তা পণ্য ক্রয়ের তিন দিনের মধ্যে অভিযোগ করলে তা ফেরৎ নিয়ে আরেকটি নতুন পণ্য দিয়ে পরিবর্তন করার সুযোগ রয়েছে।
 
পিকাবু ডটকম সবার আগে গ্রাহকের সন্তুষ্টির ওপর প্রাধান্য দিয়ে থাকে। ঘরে কিংবা অফিসে বসে গ্রাহকরা পিকাবু ডটকমের পণ্য যাচাই করতে পারবেন, ফলে বেঁচে যাবে গ্রাহকের গুরুত্বপূর্ণ সময়।
 
 
২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিকাবু ডটকমের এই অনলাইন উৎসব। চলবে ঈদের আগের দিন পর্যন্ত।