English Version
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৫৩

অ্যাপলকে ১৩শ কোটি ইউরো দেবার নির্দেশ

অনলাইন ডেস্ক
অ্যাপলকে ১৩শ কোটি ইউরো দেবার নির্দেশ

আয়ারল্যন্ড অ্যাপলের উপর মার্কিন ফার্ম ১৩ বিলিয়নের ট্যাক্স অব বেনিফিটকে অবৈধ ঘোষনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেই সঙ্গে সংস্থাটি আয়ারল্যন্ডকে এ ট্যাক্স পুনরুদ্ধার করতে নির্দেশ দিয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকদের ৩ বছর তদন্তের পর সম্প্রতি এ নির্দেশনা প্রদান করেন।

ইউরোপিয়ান ইউনিয়নের বরাত দিয়ে জানা যায়, আয়ারল্যান্ড তাদের নিয়ম-রীতি মেনেই সমুদ্র পথ ব্যাবহার করে নির্দেশিত বিভিন্ন রুটে অ্যাপলের পণ্য সরবরাহ করে। কিন্তু মার্কিন ফার্ম এ তথ্য না জেনেই সমুদ্র পথে বিভিন্ন রুট ব্যবহার করে কর ফাকি দিয়ে পণ্য সরবরাহের অভিযোগে এনে ১৩শ কোটি ইউরোর কর পরিশোধের নির্দেশ দেয়।

পরবর্তী ৩ বছর এই অভিযোগের তদন্ত হয়।

আগের এমন অন্য কোনো মামলায় ইউরোপিয়ান কমিশনের ধার্য করা সর্বোচ্চ অংকের চেয়েও এই অংক ৪০ গুণ বড়। তবে যদি অন্য দেশগুলো তাদের কাছ থেকে আরো কর চায় তাহলে এ অংক কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের এক কর্মকর্তা।

আয়ারল্যান্ডের পক্ষে থাকা অ্যাপল ইতোমধ্যে এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করার কথা জানিয়েছে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কর বিধি এড়িয়ে ২০১৪ সালে অ্যাপলের প্রায় এক হাজার কোটি ডলারের কর ফাঁকির সুবিধা করে দেওয়ায় অভিযোগ আনে ইউরোপিয়ান কমিশন। কর ফাঁকির বিনিময়ে অ্যাপলের পক্ষ থেকে চাকুরীর নিশ্চয়তা প্রদান করা হয়।

তবে আয়ারল্যান্ড এবং অ্যাপল উভয়েই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।