English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ০৯:৪৭

সেপ্টেম্বর মাসে আসবে সোনির স্মার্টফোন

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর মাসে আসবে সোনির স্মার্টফোন

সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারে আসতে পারে সোনির নতুন স্মার্টফোন Sony Xperia X Compact ও Xperia XZ৷

শনিবার টুইটারে মডেল ২ টির ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল।

সোনি তাদের ফ্ল্যাগশিপ ‘Z’ সিরিজের স্মার্টফোনগুলির উৎপাদন বন্ধ করে বাজারে নিয়ে এসেছিল নতুন ‘X’  সিরিজ৷ জল্পনা সত্যি হলে সেই সিরিজেরই নতুন প্রোডাক্ট Sony Xperia X Compact হ্যান্ডসেটে থাকবে ৪.৬ ইঞ্চির স্ক্রিন।

স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি প্রসেসরের সঙ্গে ক্লাব্ড ৩ বা ৪ জিবি র‍্যাম৷ থাকবে ২৭০০ এমএএইচ ব্যাটারি৷ আসন্ন ২ সেপ্টেম্বর থেকে বার্লিনে শুরু হতে চলা আইএফএ ২০১৬ অনুষ্ঠানে নয়া মডেল দু’টি সর্বসমক্ষে আনা হবে।

Xperia XZ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিন ৫.২ ইঞ্চির হতে পারে বলে খবর TechTastic  ওয়েবসাইটের৷ তবে এর র‍্যাম হবে ৪ জিবি, ক্যামেরাও দুর্দান্ত! সোনির ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে বলে ইঙ্গিত দিয়েছে ওয়েবসাইটটি৷ ফ্রন্টে অটো-ফোকাস সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল।

শোনা যাচ্ছে, ওই অনুষ্ঠানেই সোনি Xperia XR স্মার্টফোনও জনসমক্ষে আনতে পারে। এই হ্যান্ডসেটের ডিসপ্লে বেশ বড়, ৫.১ ইঞ্চির হতে পারে সূত্রের খবর। এতেও থাকবে স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর৷ রিয়ার ক্যামেরার জন্য ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকতে পারে।