English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৬ ০২:০৬

স্মার্টফোন মেইজু এম৩ই উন্মুক্ত

অনলাইন ডেস্ক
স্মার্টফোন মেইজু এম৩ই উন্মুক্ত

বাজারে নতুন স্মার্টফোন মেইজু এম৩ই উন্মুক্ত হয়েছে। স্মার্টফোনটি গ্রে, সিলভার, রোজ গোল্ড, গোল্ড এবং ব্লু এই পাঁচটি রঙে পাওয়া যাবে। আর দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৯৯ চায়না ইয়েন যা কিনা ১৯৫ মার্কিন ডলার।

বরাবরের মতোই এর ডিজাইন যথেষ্ট সুন্দর। অনেকটা আইফোন ৬এস এর মতো ডিজাইন এই ফোনের। মেটাল বডির এই ফোনে আছে ৫.৫ ইঞ্চি ১০৮০ আইপিএস এলসিডি ডিসপ্লে। ফিচারে আছে মিডিয়াটেক হেলিও পি১০ এবং মালি-টি৮৬০ জিপিইউ প্রসেসর, ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ছবি তোলার জন্য আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ফেসিং ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ৩১০০ এমএএইচ নন-রিমুভ্যাবল ব্যাটারির এই ফোনে আছে এমটাচ ২.১ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

কুইক চার্জিং প্রযুক্তি ফোনটিকে ৩০ মিনিটে ৫০ শতাংশ এবং ১ ঘন্টায় ৯০ শতাংশ চার্জ করতে সক্ষম।

ডুয়েল সিম সুবিধা সহ সংযোগের জন্য ৮০২.১১ এ/বি/এন/এসি ওয়াইফাই, ব্লুটুথ ৪.১ এবং মাইক্রোইউএসবি পোর্ট সুবিধা রয়েছে এই ডিভাইসে।