English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৬ ১৯:৩৪

২০৪টি আইএসপির লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক
২০৪টি আইএসপির লাইসেন্স বাতিল

২০৪টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (৯ আগস্ট) বিটিআরসি এসব আইএসপির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বিটিআরসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ আগস্ট রাত ১২টা থেকে এসব আইএসপির ১০০ ভাগ আপস্ট্রিম ক্যাপাসিটি ব্যান্ডউইথ বন্ধ করে দেওয়া হবে, এসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের আবেদন অনুমোদন করা হবে না। এবং এদের বিরুদ্ধে ২০০১ সালের টেলিযোগাযোগ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রজ্ঞাপনে বন্ধের জন্য তালিকাভুক্ত ২০৪টি আইএসপি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টি নেশনওয়াইড আইএসপি, ২৩টি সেন্ট্রাল জোন আইএসপি, ১৩টি আঞ্চলিক আইএসপি, ৭০টি ঢাকা মহানগরী এলাকায় 'এ' ক্যাটাগরিভুক্ত আইএসপি, ২৬টি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট মহানগরী এলাকার 'বি' ক্যাটাগরিভুক্ত আইএসপি এবং ৩৯টি অন্যান্য সিটি করপোরেশন এলাকায় 'সি' ক্যাটাগরিভুক্ত আইএসপি।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আবদুল হাকিম বলেন, যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে তারা ব্যবসায়িক কার্যক্রমে ছিল না। ফলে তাদের কার্যক্রম তদারকিতে সমস্যা হচ্ছিল। এ অবস্থায় বিটিআরসি তাদের লাইসেন্স বাতিলের জন্য যে নির্দেশ দিয়েছে সেটিকে ইতিবাচক হিসেবেই দেখছি।'

বিটিআরসির তালিকা অনুযায়ী, বর্তমানে নেশনওয়াইড, সেন্ট্রাল জোন, আঞ্চলিক এবং বিভিন্ন মহানগরী এলাকার জন্য 'এ', 'বি' ও 'সি' ক্যাটাগরিতে লাইসেন্সধারী আইএসপির সংখ্যা ৫৫৭টি। প্রজ্ঞাপনে বন্ধের জন্য তালিকাভুক্ত ২০৪টি আইএসপি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টি নেশনওয়াইড আইএসপি, ২৩টি সেন্ট্রাল জোন আইএসপি, ১৩টি আঞ্চলিক আইএসপি, ৭০টি ঢাকা মহানগরী এলাকায় 'এ' ক্যাটাগরিভুক্ত আইএসপি, ২৬টি চট্টগ্রাম।