English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১৪:৩২

বেসিসের নব কমিটিকে বিসিএসের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
বেসিসের নব কমিটিকে বিসিএসের সংবর্ধনা
বাংলাদেশ এসোসিয়েশন অফ সফট্ওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস)।
 
বিসিএসের কেন্দ্রীয় কার্যালয় ইনোভেশন সেন্টারে বুধবার (৩ আগস্ট) এক অনাড়ম্বর অনুষ্ঠোনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি আলী আশফাক। শুরুতে বিসিএস কার্যনির্বাহী কমিটি বেসিসের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
 
বিসিএস মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের সঞ্চালনায় বেসিস নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিসিএস সভাপতি আলী আশফাক, সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, বিসিএস এর প্রতিষ্ঠাতা সদস্য ও এফবিসিসিআই শাফকাত হায়দার এবং বিসিএসের প্রাক্তন সভাপতি জনাব এস. এম. ইকবাল।
 
বক্তারা বেসিস কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদেরকে নির্বাচিত হওয়ার জন্য অভিন্দন জানান। বেসিস সভাপতি মোস্তাফা জব্বার উষ্ণভাবে তাদেরকে সংবর্ধিত করার জন্য বিসিএসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
সংবর্ধনা অনুষ্ঠানে আইসিটি খাতের শীর্ষ স্থানীয় দুইটি বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ এই খাতে নিয়োজিত ব্যবসায়ী সম্প্রদয় তথা গোটা শিল্পের উন্নয়নে পরস্পরকে সহযোগিতা প্রদান এবং প্রয়োজন মতো যৌথভাবে কর্মকাণ্ড পরিচালনায় কর্মপন্থা নির্ধারণে ঐকমত্য পোষণ করেন।