English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৮:২৪

মধ্যরাত পর্যন্ত চলবে ইন্টারনেট বন্ধের মহড়া

অনলাইন ডেস্ক
মধ্যরাত পর্যন্ত চলবে ইন্টারনেট বন্ধের মহড়া

গুলশানে জঙ্গি হামলার মত বিশেষ পরিস্থিতিতে জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধে ইন্টারনেট সেবা তাৎক্ষণিক বন্ধ করে দেওয়ার মহড়া করতে যাচ্ছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী আজ সোমবার বিকেল থেকে মধ্য রাতের মধ্যে বিভিন্ন সময়ে রাজধানীর নানা এলাকায় স্বল্প সময়ের জন্য এই মহড়া অনুষ্ঠিত হবে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ  বলেন, সোমবার বিকেল থেকে মধ্য রাত অবধি ঢাকার কোনো কোনো এলাকা এ মহড়ার আওতায় আসবে। তবে এলাকার নাম বলা যাচ্ছে না। মোবাইল ইন্টারনেট থেকে শুরু করে তারযুক্ত ইন্টারনেটসহ (ফিক্সড ব্রডব্র্যান্ড) সব ধরনের ইন্টারনেট সেবা এই মহড়ার অন্তর্ভুক্ত হবে জানিয়ে বিটিআরসি প্রধান বলেন, এই মহড়া ১৫ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে। আগে থেকে না জানিয়ে এভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখলে গ্রাহক স্বার্থ লঙ্ঘিত হবে কিনা- এমন প্রশ্নে শাহজাহান মাহমুদ বলেন, আগে থেকে জানানো সম্ভব হচ্ছে না, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র কিছু সমস্যা তো মেনে নিতেই হবে।