English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১০:২৮

প্রিজমাও কিনে নিচ্ছে ফেসবুক!

অনলাইন ডেস্ক
প্রিজমাও কিনে নিচ্ছে ফেসবুক!

অনেক আগে থেকেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রিজমা ঝড় শুরু হয়েছে। প্রিজমা নিয়ে মাতামাতি প্রোফাইল পিকচারেও। যদিও অনেকে প্রিজমার সমালোচনা করতেও ছাড়েন নি। এত অল্প সময়ে এত জনপ্রিয় হওয়া অ্যাপসের সংখ্যা হাতে গোণা। শুধুমাত্র আইওএসে এই অ্যাপস যাত্রা শুরু করলেও ব্যবহারকারীদের জনপ্রিয়তায় দ্রুত এই অ্যাপস দখল করেছে অ্যান্ড্রয়েড বাজারও।

সম্প্রতি ইন্সটাগ্রাম বিক্রি হয়েছে ফেসবুকের কাছে আবার ইয়াহু কিনে নিয়েছে ভেরিজন। শোনা যাচ্ছে, এবার প্রিজমাও কিনে নিচ্ছে ফেসবুক। সম্প্রতি প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রিজমার সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সি মসিনকভ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন।

তবে এ বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মসিনকভ। তিনি বলেন, সিলিকন ভ্যালিতে তাঁর প্রতিষ্ঠানের প্রচারে গিয়েছিলেন।