English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৬ ১০:৪৩

বিপিও সম্মেলনে আজ চাকরির পাবে তিনশ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
বিপিও সম্মেলনে আজ চাকরির পাবে তিনশ শিক্ষার্থী
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতের অবস্থানকে তুলে ধরতে আজ রাজধানীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিপিও সম্মেলন-২০১৬। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বিপিও খাতে কল সেন্টারসহ বিভিন্ন  প্রতিষ্ঠানে অনস্পট চাকরির নিয়োগপত্র পাবে ৩০০ শিক্ষার্থী।  
 
গত বছর সম্মেলনে বাক্যের সদস্যভুক্ত ছয়টি প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে ২৩৫ শিক্ষার্থীকে চাকরি দেয়া হয়েছিল। এবার তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের এ খাতে চাকরি দেওয়া হবে।
 
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
স্থানীয় অভিজ্ঞতার আলোকে বিশ্ববাজারে নিজেদের সক্ষমতা তুলে ধরার জন্য এবারের সামিটের উপজীব্য হিসেবে নেয়া হয়েছে ‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক ব্যবসা। দুই দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করছে তথ্যপ্রযুক্তি বিভাগ, তথ্যপ্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) ।
 
আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, এবারের  সম্মেলন চলাকালে  সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিপিও খাতে কল সেন্টারসহ বিভিন্ন  প্রতিষ্ঠানে অনস্পট ৩০০ জন শিক্ষার্থীকে চাকরির নিয়োগপত্র দেয়া হবে। সারা দেশে ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ১২টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিপিও সামিটের ক্যাম্পেইন হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন চলাকালীন বিক্রয় ডটকমের সহায়তায় জব সার্কুলার দেয়া হয়েছে। ইতোমধ্যে ৫ হাজার সিভি এসেছে।
 
বর্তমানে বাংলাদেশের বিপিও ব্যবসার অগ্রগতি সন্তোষজনক, যার বর্তমান বাজার মূল্য ১৮০ মিলিয়ন ডলার। ভারত, শ্রীলংকা ও ফিলিপাইন বিপিও সেক্টরে সবচেয়ে ভালো করেছে। বিপিও সেক্টরে সারা বিশ্বের ৬০০ বিলিয়ন ডলারের মধ্যে ভারত ১০০ বিলিয়ন, ফিলিপাইন ১৬ বিলিয়ন এবং শ্রীলংকা ২ বিলিয়ন ডলার আয় করছে। বাংলাদেশের লক্ষ্য স্থানীয় বাজার সম্প্রসারণ ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার মাধ্যমে ২০২১ সালের মধ্যে এই খাত হতে ১ বিলিয়ন ডলার আয় এবং ৫ লক্ষ তরুণ-তরুণীর কর্মস্থান সৃষ্টির লক্ষ্য নিধারণ করা হয়েছে।