English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ১৫:২৪

ইলেকট্রিক টুথব্রাশ পাওয়া যাচ্ছে বাজারে

অনলাইন ডেস্ক
ইলেকট্রিক টুথব্রাশ পাওয়া যাচ্ছে বাজারে

নতুন একটি ইলেকট্রিক টুথব্রাশ তৈরি করেছে শাওমি। ‘সুকার এক্স ৩’ মডেলের এ ব্রাশটির দাম রাখা হয়েছে ৩৫ মার্কিন ডলার। চীনা স্টার্টআপ প্রতিষ্ঠান সুকেয়ারের সঙ্গে মিলে এই ইলেকট্রিক টুথব্রাশ তৈরি করেছে।

এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

স্মার্ট টুথব্রাশ হওয়ার ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে একে সংযুক্ত করা যাবে।

টুথব্রাশের সঙ্গে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। ১০০০ এমএএইচের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে ১৬ ঘন্টা। একবার ফুল চার্জ হলে টানা ২৫ দিন ব্যবহার করা যাবে টুথব্রাশটি। চার্জ দেয়ার জন্য রয়েছে ওয়্যারলেস চার্জিং মডিউল।

টুথব্রাশটির সঙ্গে রয়েছে একটি অ্যাপ, যা স্মার্টফোনে ব্যবহার করা যাবে। সেখানেই টুথব্রাশটির চার্জসহ অন্যান্য বিষয় দেখা যাবে। ব্রাশটি পানি নিরোধক।