English Version
আপডেট : ১০ জুলাই, ২০১৬ ১৫:৫২

সন্তান কোথায় যাচ্ছে-কার সঙ্গে মিশছে, জানাবে অ্যাপ

অনলাইন ডেস্ক
সন্তান কোথায় যাচ্ছে-কার সঙ্গে মিশছে, জানাবে অ্যাপ

সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, তা জানকে অভিভাবকদের সাহায্য করবে স্মার্টফোনের একটি অ্যাপ।

সম্প্রতি এ ধরনের একটি অ্যাপ তৈরি করেছে ভারতের গুরগাঁও-ভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইভোএক্সওয়াইজেড টেকনোলজিস। অ্যাপটির নাম ইভোস্কুল।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শিল্পা মাহনা ভাটনাগর বলেন, ইভোস্কুলের মতো প্রযুক্তি প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের সহিংস হয়ে ওঠা, খারাপ পথে নিয়ে যাওয়া, নির্যাতনের মতো বিষয়গুলো থেকে রক্ষা করা যায়। এটি নিরাপদ যোগাযোগের সুযোগ তৈরি করে, যা কেবল মা-বাবা বা অভিভাবকেরা নজরদারি করতে পারেন। এটি রিয়েল টাইমে সন্তানের অবস্থান জানাতে পারেন। লোকেশন ট্র্যাকিং ব্যবহার করে নোটিফিকেশনও পাঠাতে পারে অ্যাপটি।