English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৬ ১২:৩১

উন্মুক্ত যোগাযোগ প্ল্যাটফর্ম চালু ফেসবুকে

অনলাইন ডেস্ক
উন্মুক্ত যোগাযোগ প্ল্যাটফর্ম চালু ফেসবুকে
উন্মুক্ত যোগাযোগের প্ল্যাটফর্ম চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি ফেসবুকে পোস্টে একটি যন্ত্রের ছবি শেয়ার করে এ কথা ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। যন্ত্রটিকে বলা হচ্ছে ওপেন ‘সেলুলার প্ল্যাটফর্ম’। এর আওতায় এমন একটি ডিভাইস তৈরি করা হবে, যার হার্ডওয়্যার ও সফটওয়্যার হবে ওপেন সোর্স বা উন্মুক্ত।
 
যে–কেউ এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। এমন কি যন্ত্রটি ওয়্যারলেস নেটওয়ার্ক হিসেবে যেকোনো জায়গায় বসানো যাবে। এ বিষয়ে জাকারবার্গ বলেন, ওপেন সেলুলার হচ্ছে আরও উন্নত, সহজলভ্য সংযোগ–সুবিধা দিয়ে বিশ্বের সব মানুষকে কাছে আনার পরবর্তী ধাপ। এর আগে ফেসবুক তাদের এ ধরনের পদক্ষেপের কারণে বিশ্বের কয়েকটি দেশে সমালোচনার শিকার হয়েছে।
 
বর্তমানে ১৬০ কোটির বেশি লোক ফেসবুক ব্যবহার করছেন। আরও নতুন ব্যবহারকারী বাড়াতে ফেসবুক–সুবিধা নেই, এমন অঞ্চলে ইন্টারনেট–সুবিধা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে ফেসবুক। ইতিমধ্যে সৌরশক্তিচালিত ড্রোন থেকে শুরু করে কয়েক ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
 
ফেসবুকের নতুন উদ্যোগ সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রকৌশলী কাশিফ আলী বলেন, প্রচলিত সেলুলার অবকাঠামো তৈরি ব্যয়বহুল এবং মোবাইল অপারেটরদের জন্য সবখানে তা নির্মাণ করা কঠিন। ফেসবুকের উদ্যোগে যে ওপেন সেলুলার প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, তাতে ওপেন সোর্সভিত্তিক হার্ডওয়্যার ও সফটওয়্যার বানানো হবে। এটি টুজি, এলটিই ও ওয়াইফাই নেটওয়ার্ক সমর্থন করবে।
 
ফেসবুকের প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ওপেন সেলুলার হার্ডওয়্যার নিয়ে পরীক্ষা চালিয়ে সফল হওয়ার দাবি করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এই যন্ত্র ব্যবহার করে বার্তা পাঠানো, ভয়েসকল ও ইন্টারনেট সংযোগসুবিধা পাওয়া যায়। খবর- বিবিসি।