English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৬ ১৪:২৮

কেনাকাটায় ৫০% পর্যন্ত ছাড় এসোডটকমে

অনলাইন ডেস্ক
কেনাকাটায় ৫০% পর্যন্ত ছাড় এসোডটকমে

ঈদের আনন্দ ক্রেতাদের মাঝে ভাগাভাগি করে নিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে এসো ডটকম (www.esho.com)। একইসঙ্গে কেনাকাটার পেমেন্ট বিকাশে করলে আরো ২০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রোজেক্ট ম্যানেজার মাজহারুল ইসলাম বাপ্পি। প্রোজেক্ট ম্যানেজার বলেন, ঈদের ছাড়ের আওতায় প্রায় অর্ধেক দামে পাঞ্জাবি, শাড়ি, শার্ট, সালোয়ার কামিজ, জিন্স, জুতা, প্যান্ট, স্যান্ডেল, ব্যাগ, বেডশিটসহ আরো অনেক কিছু কিনতে পারবেন আগ্রহীরা। তিনি আরো বলেন, এসো ডটকম পণ্যের মানের ব্যাপারে কোনো সমঝোতা করে না। আর এ কারণে আমরা ওয়েবসাইটে প্রতিটি পণ্যের সঠিক ছবি ও বর্ণনা নিশ্চিত করি। বিস্তারিত জানতে কল করা যাবে এই নম্বরে: ০১৭৮৪৬০৬০৬০, ০১৮৪৭০২৭৬৯৪। বিস্তারিত জানতে ঘুরে আসুন www.esho.com ঠিকানায়।