English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৬ ১৪:১৭

৭৪০ টাকায় মোবাইল পাচ্ছে আপনজোনে

অনলাইন ডেস্ক
৭৪০ টাকায় মোবাইল পাচ্ছে আপনজোনে
ঈদে আপনজোন ডটকম (aponzone.com) দিচ্ছে ছাড়। অফারটি চলবে চাঁদ রাত পর্যন্ত। ঈদের বিশেষ অফার হিসেবে এ অনলাইন শপে পাওয়া যাচ্ছে ৭৪০ টাকায় মাল্টিমিডিয়া ডুয়েল সিম সাপোর্টেড মোবাইল ফোন। সাথে থাকছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা।
 
এছাড়াও পোশাক, গহনা, ঘড়ি, পারফিউম, টি-শার্টসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন বিশেষ ছাড়ে। সাথে থাকছে নিশ্চিত উপহার। এ উৎসব উপভোগ করতে পারবেন দেশব্যাপী ক্রেতারা। দেশের যেকোন স্থানে ফ্রি হোম ডেলিভারি দেয়া হচ্ছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এছাড়াও সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য দেয়া হচ্ছে অতিরিক্ত ১০% ডিস্কাউন্ট।
 
এ বিষয়ে প্রতিষ্ঠানের সিইও আসিফ আহনাফ বলেন, ক্রেতারা এখানে ঈদ কেনাকাটা করে ৫% থেকে ৫০% ক্যাশব্যাক পাবেন। যা তিনি পরবর্তিতে যেকোন সময় আপনজোন ডটকম থেকে কেনাকাটায় ব্যবহার করতে পারবেন। তিনি মনে করেন, ঘরে বসেই বিড়ম্বনা ছাড়াই পছন্দের পণ্য কেনাকাটা করা তার উপর বিভিন্ন ডিস্কাউন্ট ও অফার থাকায় অনলাইনে কেনাকাটা বেড়েছে।
 
উৎসবে যোগ দিতে যেতে হবে এই ঠিকানায়: http://www.aponzone.com/