English Version
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১৬:১২

সিম জালিয়াতির দায়ে আটক ২২ জন

অনলাইন ডেস্ক
সিম জালিয়াতির দায়ে আটক ২২ জন

মোবাইল সিমের নিবন্ধন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে ২২ জনকে আটক করেছে পুলিশ।

তেজগাঁও জোনের অতিরিক্ত উপ কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (২৮ জুন) ঢাকার আদাবর, শ্যামলী ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, আটক সবাই একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের মধ্যে ওয়াহিদ নামের একজন এয়ারটেলে কাজ করেন। ওই অপারেটরের কয়েকজন ডিস্ট্রিবিউটর ও রিটেইলার জড়িত।  

তবে তারা কীভাবে ওই জালিয়াতি করছিল, কীভাবে তাদের সন্ধান মিলল, সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।