English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ১৬:৩৫

রান্না শেখাবে অ্যাপস

অনলাইন ডেস্ক
রান্না শেখাবে অ্যাপস
দেশীয় মজাদার রান্নার রেসিপির অ্যান্ড্রয়েড অ্যাপস বিডিকুিইজিন (BDCuisine) তৈরি করেছেন বাংলাদেশের তরুণ কম্পিউটার প্রকৌশলী রকিবুল হোসেন মুকুল।
 
অ্যান্ড্রয়েড অ্যাপসটিতে আছে পিঠা, ভর্তা, আমিষ, নিরামিষ,মাংস, কাবাবসহ মজাদার সব রান্নার রেসিপি। এছাড়া বিশেষজ্ঞদের স্বাস্থ্য টিপস পাওয়া যাবে অ্যাপসটিতে। এছাড়া আসন্ন ঈদ উপলক্ষে বিডিকুিইজিন (www.bdcuisine.com ) এ থাকছে মজাদার রান্নার রেসিপি।
 
বিডিকুইজিন অ্যান্ড্রয়েড অ্যাপসটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো অ্যাপসটি ডাউনলোড করার পর যে সব ক্যাটাগরিতে অ্যাপসটির ব্যবহারকারী প্রবেশ করবে ওইসব ক্যাটাগরির রেসিপিসমূহ পরবর্তীতে ইন্টারনেট সংযোগ ছাড়াও ব্যবহারকারী দেখতে পারবে।
 
পরবর্তীতে কোনো রেসিপি আপডেট  হলে, রিফ্লেশ বাটন এ ক্লিক করে ক্যাটাগরি আপডেট করে  নিলে আপডেট  রেসিপি দেখতে পারবে ব্যবহারকারীরা। দেশীয় মজাদার সব রান্নার রেসিপির এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির প্রথম সংস্করণ ইতোমধ্যেই যুক্ত হয়েছে গুগল প্লেস্টোরে।
 
অ্যান্ড্রয়েড ৪.০ বা এর পরের যেকোনো সংস্করণে ইন্সটল করা যাবে ৩.৯ মেগাবাইট আকারের এই অ্যাপস। তবে অ্যাপসটিকে আরও উন্নত করার কাজ চলছে এবং শিগগিরই অ্যাপ্লিকেশনটির আরও আপডেট আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাপসটির নির্মাতা রকিবুল হোসেন মুকুল।
 
অ্যান্ড্রয়েড অ্যাপসটির ডাউনলোড লিংক দেখতে ক্লিক করুন