English Version
আপডেট : ২৭ জুন, ২০১৬ ০৩:১০

হোয়াটসঅ্যাপে আড্ডা, লাগবে না রিচার্জ

অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপে আড্ডা, লাগবে না রিচার্জ

মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য নিয়ে এল এক চমক। প্রিয়জনকে ফোন করার জন্য এখন থেকে রিচার্জ করতে হাবে না! শুধু হোয়াটসঅ্যাপ থাকলেই হবে।

বৃহস্পতিবার (২৩ জুন) সংস্থার তরফে এই তথ্য জানানো হয়।

বলা হয়, কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে রোজ ১০০ মিলিয়ন, মানে ১০ কোটি ফোন করেছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। গত এপ্রিলেই বিশ্বজুড়ে ভয়েস কলিং ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ।

প্রথমে অ্যানড্রয়েড ফোন, তারপর আইফোন, ব্ল্যাকবেরি ও উইন্ডোজ ফোনেও এই সুবিধা নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে সেকেন্ডে ১১০০টি কল হয়েছে হোয়াটসঅ্যাপ ভয়েস কল থেকে।