English Version
আপডেট : ২৫ জুন, ২০১৬ ১৬:০৬

বেসিসের ভোট গ্রহন চলছে

এমএজামান
বেসিসের ভোট গ্রহন চলছে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ২০১৬-২০১৯ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহন চলছে আজ।
 
শনিবার (২৫ জুন) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের পঞ্চম তলায় বেসিস কার্যালয়ে নির্বাচন শুরু হয়।
 
কেন্দ্র ঘুরে দেখা গেছে, বেসিস ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
 
কেমন চলছে ভোটগ্রহণ জানতে চাইলে ডিজিটাল ব্রিগেড প্যানেলের নেতা তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, শান্তিপূর্ণ পারিবেশের মধ্য দিয় বেসিস নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছেন।
 
দ্য চেঞ্জ মেকারস প্যানেলের নেতা সোনিয়া বশির কবির বলেন, নির্বাচনের পরিবেশ বেশ ভাল লাগছে। বেসিস সুন্দর পরিবেশে নির্বাচন আয়োজন করেছে।
 
একই প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন ভূঁইয়া বলেন, সকাল থেকে সবাই সুন্দরভাবেই ভোট দিচ্ছেন। পাশাপাশি সবাই একে অন্যের সাথে মতবিনিময় করছেন। 
 
নির্বাচনে মোস্তাফা জব্বার এবং সোনিয়া বশির কবিরের নেতৃত্বে পৃথক দুইটি প্যানেলে ৯ জন করে ১৮ জন প্রার্থী অংশ নিয়েছেন। স্বতন্ত্র হিসেবে লড়ছেন চার প্রার্থী। এখান থেকে নির্বাচিত হবে ৯ জন।
 
এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫১৬ জন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ৩৬৮ জন ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৪৮ জন ভোটার রয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে আতিক-ই- রাব্বানী এবং সদস্য হিসেবে এস এস কামাল ও নাজিম ফারহান চৌধুরী দায়িত্ব পালন করছেন।
 
এছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে এ তৌহিদ এবং সদস্য হিসেবে রফিকুল ইসলাম রাউলি ও ফোরকান বিন কাশেম রয়েছেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া নির্বাচন চলবে বিকাল ৫টা পর্যন্ত।