English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৫:১৮

২০ উপগ্রহ কক্ষপতে বসিয়ে রেকর্ড ইসরোর

অনলাইন ডেস্ক
২০ উপগ্রহ কক্ষপতে বসিয়ে রেকর্ড ইসরোর

একটিমাত্র রকেটে ২০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে নয়া রেকর্ড গড়ল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। এর মধ্যে ১৭টি উপগ্রহই বিদেশি। ভারত ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও ইন্দোনেশিয়ার উপগ্রহ মহাকাশে নির্দিষ্ট কক্ষপতে প্রেরণ করল ইসরো। বুধবার সকাল ৯টা ২৬ মিনিটে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় পিএসএলভি-সি৩৪। এই নিয়ে ৩৬তম উড়ানে গেল পিএসএলভি।

ভারতীয় উপগ্রহ কার্টোস্যাট-২কে সকাল ৯.৪৪টায় সফল ভাবে কক্ষপথে বসানো হয়। এর ১৭ মিনিট পর থেকে অন্য উপগ্রহগুলোকে একই কক্ষপথে বসানোর কাজ শুরু করে পিএসএলভি। স্যাটেলাইটগুলোর যাতে পরস্পরের মধ্যে ধাক্কা না লাগে, তা নিশ্চিত করতে প্রতিটি উপগ্রহের মধ্যে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখা হয়।

ভবিষ্যত্‍ মিশনে একই রকেট ব্যবহার করে একাধিক স্যাটেলাইট আলাদা আলাদা কক্ষপথে বসানোর পরিকল্পনা করছে ইসরো। কার্টোস্যাট-২ এর ওজন ৭২৭.৫ কেজি। মোট ১ হাজার ২৮৮ কিলোগ্রাম ওজন নিয়ে মহাকাশ যাত্রা করে পিএসএলভি। অন্যান্য স্পেস এজেন্সির থেকে অনেক কম খরচে ইসরো স্যাটেলাইট উৎক্ষেপণ করে বলে অন্যান্য দেশেও নিজেদের উপগ্রহ উৎক্ষেপণে পিএলএলভি এর চাহিদা বাড়ছে।