English Version
আপডেট : ২১ জুন, ২০১৬ ০৪:২১

বাজারে আসবে ৮ জিবি র‌্যামযুক্ত স্মার্টফোন

অনলাইন ডেস্ক
বাজারে আসবে ৮ জিবি র‌্যামযুক্ত স্মার্টফোন
স্মার্টফোন বাজারে ব্যবহারকারীদের কাছে  গ্রহণযোগ্যতা বেশি পাচ্ছে। এরই ধারাবাহিকায় পরবর্তী ফ্ল্যাগশিপে ৮ জিবি র‌্যাম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসরসহ স্মার্টফোন বাজারে আনছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লাইকো।
 
সম্প্রতি ৬ জিবি র‌্যামযুক্ত লে ম্যাক্স ২ ফ্ল্যাগশিপ উন্মোচন করেছে প্রতিষ্ঠিানটি।
 
সংবাদমাধ্যম দ্য গিজ চায়নার প্রতিবেদন জানায়, ৮ জিবি র‌্যামযুক্ত লে ম্যাক্স ২ স্মার্টফোনের নতুন সংস্করণ নিয়ে কাজ করছে লাইকা। লে ম্যাক্স ২ স্মার্টফোনের পরবর্তী সংস্করণে প্রথমবারের মতো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর যুক্ত করতে যাচ্ছে লাইকা।
 
তবে স্মার্টফোনে ৬ জিবি র‌্যামের প্রয়োজনীয়তা এখনও তৈরি হয়নি অথচ এরই মধ্যে স্মার্টফোনে ৮ জিবি র‌্যাম যুক্ত নিয়ে কাজ করছে। অধিক র‌্যামের স্মার্টফোন কিনতে ইচ্ছুকদের কাছে লাইকার নতুন এই স্মার্টফোনটি ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে বলে ধারণা করছে প্রযুক্তি বিশ্লেষকরা। খবর- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিসিট্যাবলেট