English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ০৩:১৫

ফেসবুক ব্যবহারকারীদের সুবিধায় ফিচার

অনলাইন ডেস্ক
ফেসবুক ব্যবহারকারীদের সুবিধায় ফিচার

মেসেঞ্জারকে নতুন রুপে সাজাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এতে ফিচার হিসেবে যুক্ত হচ্ছে হোম, বার্থডে রিমাইন্ডারস, সার্চ বার ও ফেভোরিটস।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যাট বা আলাপচারিতা সহজ করতে নতুন ফিচার যুক্ত হচ্ছে মেসেঞ্জারে। বর্তমানে ৯০ কোটির বেশি ব্যবহারকারী মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করছেন।

ফেসবুকে নতুন যেসব ফিচার আসছে, এর মধ্যে একটি হচ্ছে ‘অ্যাকটিভ নাউ’ নামের বিভাগটি। যাঁরা অনলাইনে আছেন, এ বিভাগ থেকে তাঁদের তালিকাটা দেখা যাবে। এছাড়া বন্ধুদের জন্মদিনের বিষয়টি মনে করিয়ে দিয়ে একটি বিভাগ থাকবে। জন্মদিনে মেসেঞ্জার ব্যবহার করে তাঁকে বার্তা পাঠানো যাবে। এছাড়া সার্চ বারে ফেসবুক মোবাইল সার্চের মতো বন্ধুদের খুঁজে বের করা যাবে।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, মেসেঞ্জারে তাঁরা মোবাইল থেকে আসা এসএমএস সমর্থন সুবিধা যুক্ত করবেন। এতে প্রচলিত এসএমএস পাওয়ার পদ্ধতিতে পরিবর্তন আসবে। বিশ্বজুড়ে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারের এক হালানাগাদ সংস্করণের মাধ্যমে এ সুবিধা আনা হবে। খবর: ফেসবুক