English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ১১:০২

কর্মকর্তাদের মধ্যে আন্তঃযোগাযোগ করবে আইসিটি আলাপন

অনলাইন ডেস্ক
কর্মকর্তাদের মধ্যে আন্তঃযোগাযোগ করবে আইসিটি আলাপন

সরকারের সকল কর্মকর্তাদের মধ্যে আন্তঃযোগাযোগ রক্ষায় আইসিটি ডিভিশনের উদ্যোগে আইসিটি আলাপন নামে নতুন এক অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে। ফেসবুকে এমনটিই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জুনাইদ আহমেদ পলক তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আইসিটি ডিভিশনের উদ্যোগে আমরা ‘আইসিটি আলাপন’ নামে একটি চমৎকার কমিউনিকেশন অ্যাপ্লিকেশন তৈরি করছি ‘রিভ কর্পোরেশন’র সহায়তায়। স্থানীয়ভাবে তৈরি এই অ্যাপ্লিকেশনটি ভাইবার, হোয়াটসঅ্যাপের মত সরকারি কর্মকর্তাদেরকে নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ রক্ষা করতে সহায়তা করবে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। মাহবুবুল আলম নামে একজন ফেসবুক ব্যবহারকারী পলকের স্ট্যাটাসে কমেন্টে লিখেছেন, ‘আপনার সকল উদ্যোগই মহৎ। আপনার সংযোজনগুলো সাশ্রয়ী। আন্তঃযোগাযোগের এই নেটওয়ার্ক কাজে গতি আনবে। আপনি যখন সকল মন্ত্রণালয়কে এক নেটওয়ার্কে নিয়ে আসবেন, তখন কাজে গতি আসবে, দুর্নীতি কমবে ও সরকার পরিচালনা হবে অতি সাশ্রয়ী। আপনাকে সালাম।’