English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১৫:৪৭

৩ কোটি টুইটার হ্যাকড

অনলাইন ডেস্ক
৩ কোটি টুইটার হ্যাকড
হ্যাকাররা প্রায় তিন কোটি ৩০ লাখ টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করেছে বলে দাবি করেছে লিকড সোর্স নামক একটি ওয়েবসাইট।
 
ওয়েবসাইটির একটি ব্লগে লেখা হয়, গত সপ্তাহে এক টুইটার ব্যবহারকারী রাশিয়ার একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হ্যাকড করেছিলেন। তিনিই এবার টুইটার ব্যবহারকারীদের ইমেল ঠিকানা, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড হ্যাকড করেছেন।
 
শুধু তাই নয়, Tessa88 নামের টুইটার অ্যাকাউন্ট থেকে ওই হ্যাকার দাবি করেন, তার কাছে মোট তিন কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৩০০ টুইটার অ্যাকাউন্ট রয়েছে। আর তা তিনি বিক্রি করতে চান। এজন্য তিনি মূল্য নির্ধারণ করেছেন ৪ হাজার পাউন্ড। 
 
এ প্রসঙ্গে লিকড সোর্স বলছে, সরাসরি টুইটার থেকে এই তথ্য জোগাড় করেনি হ্যাকাররা। বরং ওই ব্যবহারকারীরাই হ্যাকড হয়েছেন। ফায়ারফক্স বা গুগল ক্রোমের মতো সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে সংগ্রহ করা হয় ওই তথ্য।
 
টুইটার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক নেই। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড নিরাপদে রয়েছে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। তবে যে তথ্য ফাঁস হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
 
সম্প্রতি যে গোষ্ঠী ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের অ্যাকাউন্ট হ্যাক করেছিল, তারাই টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামসের অ্যাকাউন্ট হ্যাকড করার দায় স্বীকার করেছে। খবর- ইনডেপেন্ডেট