English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৬:২৯

মেধাবীদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে

অনলাইন ডেস্ক
মেধাবীদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কর্মসংস্থানের অভাবে তুখোড় মেধাবী শিক্ষার্থীরা দেশের বাইরে চলে যেত। এখন দেশেই সেই মেধাবীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কনফারেন্স রুমে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, এখন থেকে মেধাবীদের দেশেই রাখা হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মেধাবী তরুণ প্রজন্ম অগ্রণী ভূমিকা পালন করছে। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুপকল্প ভিশন ২০২১ ঘোষণা করেছেন। স্বপ্নের সেই ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। 
 
পলক বলেন, তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিপুল সংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থান হচ্ছে।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক আজ স্বপ্ন নয় বাস্তব। কাজ শেষ পর্যায়ে। ইতোমধ্যে ১২টি প্রতিষ্ঠানকে স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। এই পার্কে ১৬ হাজার তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। 
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার, শেখ হাসিনা সফটওয়্যার হাইটেক পার্কের এমডি (অতিরিক্ত সচিব) হোসনে আরা বেগম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। 
 
এদিকে, মিট দ্য প্রেস অনুষ্ঠানের আগে শেখ হাসিনা সফটওয়্যার পার্কে ১২ টি প্রতিষ্ঠানকে স্পেস বরাদ্দ প্রদান করা হয়। এরপর স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্সের সার্টিফিকেট বিতরণ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।