English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৭:০২

বেসিস নির্বাচনে প্রার্থী ২২ জন

অনলাইন ডেস্ক
বেসিস নির্বাচনে প্রার্থী  ২২ জন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৯ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশ নিচ্ছেন ২২ জন প্রার্থী৷ নির্বাচনে বৈধ প্রার্থীর মধ্যে ডিজিটাল ব্রিগেড প্যানেলের পক্ষে আনন্দ কম্পিউটার্সের মোস্তাফা জব্বার এবং দ্য চেঞ্জ মেকারস প্যানেলের পক্ষে মাইক্রোসফটের এমডি সোনিয়া বশির কবিরের নেতৃত্বে পৃথক দুইটি প্যানেলে ৯ জন করে ১৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
 
স্বতন্ত্র হিসেবে লড়ছেন চার প্রার্থী।
 
আসন্ন ২৫ জুন অনুষ্ঠেয় বেসিস পরিচালনা পরিষদের নির্বাচনে নয়টি পদের জন্য লড়বেন ২২ জন প্রার্থী।  মঙ্গলবার (৭ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চারজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
 
প্রার্থীতা প্রত্যাহার করা চারজন হলেন আরিফুল হাসান, শাহ ইমরাউল কায়ীশ, লুৎফর রহমান ও আতাউর রহমান।  চার স্বতন্ত্র প্রার্থী হলেন মো. এনামুল হক, রাশাদ কবির, খন্দকার আবদুল হাফিজ,  ও আবদুল মতিন ভুঁইয়া।
 
গত ২৫ মে বুধবার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৮ জন। মনোনয়নপত্রের কাগজপত্র ঠিক না থাকায় বাদ পড়েন দুই প্রার্থী। তারা হলেন মাহবুবুর রহমান এবং  নিয়ামুল হাসান। দুই জন বাদ পড়ায় প্রাথমিকভাবে বৈধ প্রার্থী হলেন মোট ২৬ জন।
 
এরপর গতকাল মঙ্গলবার ৭ জুন প্রার্থীতা প্রত্যাহারের দিন শেষে ৮ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে বেসিস। আসন্ন নির্বাচনে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২২ জন প্রার্থী নির্বাচন করছেন৷ মোট ভোটার সংখ্যা জেনারেল ক্যাটাগরিতে ৩৬৪ ও অ্যাসোসিয়েটে ১৪৮ জন। আগামী ২৫ জুন কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের পঞ্চম তলায় বেসিস কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন।