English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৩:০৬

বাংলাদেশে এলো লেনোভো মোবাইল

অনলাইন ডেস্ক
বাংলাদেশে এলো লেনোভো মোবাইল

আন্তর্জাতিক বাজারে মোবাইল গ্রুপ বিজনেস-এর প্রসারের লক্ষ্যে ৪ জুন ২০১৬ তারিখে রাজধানীর বেস্ট ওয়েস্টার্ন লা ভিনসি হোটেলে গ্রান্ড লঞ্চিং প্রেস মিট-এর মাধ্যমে বাংলাদেশের বাজারে লেনোভো স্মার্টফোন-এর যাত্রা হয়েছে। ওই অনুষ্ঠানে, বাংলাদেশের বাজারে স্মার্ট টেকনোলজিসকে লেনোভো মোবাইল-এর একমাত্র পরিবেশক হিসেবে ঘোষণা দেওয়ার পাশাপাশি ৪টি নতুন মডেলের স্মার্টফোন বাজারে উন্মুক্ত করা হয়েছে।

লেনোভো মোবাইল-এর একমাত্র বাংলাদেশী পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.-এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে লেনোভো-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলস অপারেশনস-এর প্রধান রোহিত খাট্টার ও ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার সুনীল ভার্মা এবং স্মার্ট টেকনোলজিস-এর পক্ষ থেকে এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও টেলিকম বিভাগের জেনারেল ম্যানেজার মোঃ ইখতিয়ার আহমেদ।

অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. সবসময়ই বিশ্বের শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় ব্র্যান্ডগুলো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। আজ লেনোভোর মতো একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

অনুষ্ঠানে রোহিত খাট্টার বলেন, “লেনোভো সবসময়ই গুণগত মানে বিশ্বাসী। গুণগত মান নিশ্চিত করে ব্যবহারকারীদের হাতে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যটি তুলে দিতে সবসময়ই বদ্ধপরিকর লেনোভো। বাংলাদেশের বাজারে আমরা যে পণ্যগুলো উন্মুক্ত করছি সেগুলোই তার প্রমান।”

তিনি বাজারে উন্মুক্ত করা নতুন পন্যগুলোর সংক্ষিপ্ত ফিচার তুলে ধরেন।

লেনোভো এ ৬০১০

এই স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি ওয়াইড ভিউ আইপিএস ডিসপ্লে, ফোর জি এলটিই সাপোর্ট, ডুয়াল স্পিকার ডলবি সাউন্ড, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম। এই ফোনটির খুচরা মূল্য হবে ১৩৪৯৯ টাকা।

লেনোভো ভাইপ পি১ এম দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপসমৃদ্ধ এই ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম, কোয়াড কোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ জিবি র্যা ম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরি। এই ফোনটির খুচরা মূল্য হবে ১১,৯৯৯ টাকা।

লেনোভো এ ১০০০

অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম সম্পন্ন এন্ট্রি লেভেল-এর এই স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে, থ্রিজি কানেকটিভিটি, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ডুয়াল সিম এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা। বাজেট সাশ্রয়ী ক্রেতাদের জন্য এই স্মার্টফোন অত্যন্ত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। এই ফোনটির মূল্য হবে ৬০৯৯ টাকা।

লেনোভো ২০১০

এই মডেলে রয়েছে ৪.৫ ইঞ্চি ফোর জি এলটিই কানেকটিভিটি, ডুয়াল মাইক্রো সিম, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম, ১ জিবি র্যাটম, ৮ জিবি ইন্টারনাল মেমোরি, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটির খুচরা মূল্য হবে ৬৯৯৯ টাকা।