English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৭:১৪

এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

অনলাইন ডেস্ক
এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

রাজধানীর কুড়িলে বসুন্ধরা কনভেনশন সিটিতে মঙ্গলবার (৩১ মে) বিকেল থেকে শুরু হচ্ছে  পাঁচ দিনব্যাপী ‘১০ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৬’ এবং ‘ডিজিটেক এক্সপো-২০১৬’।  চলবে ৪ জুন পর্যন্ত। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বর্তমান বিশ্বের তথ্যপ্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে সাফল্যের ধারাবাহিকতায় দশমবারের মতো এবারও আয়োজন করছে সেমস গ্লোবাল। এবারের আয়োজনে বিশ্বের শীর্ষ প্রযুক্তি উৎপাদনকারী ও সরবরাহকারী  প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ পণ্য টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল, ল্যাপটপসহ গৃহস্থালির সব ডিজিটাল পণ্য প্রদর্শন করবে। জানা গেছে, মেলায় সংশ্লিষ্ট প্রতিনিধি, পরিবেশক, আমদানিকারক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, পাইকারী, খুচরা বিক্রেতা, হোটেল, রেস্টুরেন্টসমূহের বাণিজ্যিক প্রতিনিধি, সেবা গ্রহণকারীদের এবং ভারত, পাকিস্তান, শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার, ভুটান, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে আগত অন্যান্য ক্রেতাদের জন্য কেনাকাটার এক মিলনস্থলে পরিণত হবে। বিশ্বের ১০টি দেশ থেকে প্রায় ১০০টি প্রতিষ্ঠান এই মেলাতে অংশ নিয়ে বিভিন্ন পণ্য ও সেবা যেমন- ইলেকট্রনিকস, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা পণ্য, প্রসাধন সামগ্রী, গৃহসামগ্রী, ফ্যাশন ও আনুষঙ্গিক, কারু ও হস্তশিল্প ইত্যাদি প্রদর্শন করবে। রয়েছে ভারত ও পাকিস্তানী পণ্যসামগ্রীর সম্পূর্ণ আলাদা প্যাভিলিয়ন মেলার একটি বিশেষ আকর্ষণ।