English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ১৫:৫৯

৩ কোটি সিম অনিবন্ধিত

অনলাইন ডেস্ক
৩ কোটি সিম অনিবন্ধিত

আঙ্গুল ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ৩১ মে শেষ হবে। তবে এখন পর্যন্ত প্রায় ৩ কোটি সিম অনিবন্ধিত রয়েছে। এসব সিম নিবন্ধনে মোবাইল ফোন গ্রাহকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হেল্প লাইন চালু করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার (২৯ মে) সচিবালয়ে সিম নিবন্ধনের অগ্রগতি সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য দেন।

তারানা বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের হেল্প লাইন ১৬১০৩ নম্বরে ফোন করে আঙ্গুল ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমে যেকোনো সমস্যার সমাধান পাওয়া যাবে। এ পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বাকি দিনগুলোতে বয়স্ক বা জেষ্ঠ্য নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার (২৮ মে) পর্যন্ত আঙ্গুল ছাপ পদ্ধতিতে ১০ কোটি ৯ লাখ সিমের পুনর্নিবন্ধন সম্পন্ন হয়েছে। এই কার্যক্রম ৩১ মে শেষ হচ্ছে। এর পর পুনঃনিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। আগামী ১ জুন পর যে সব সিম অনিবন্ধিত থাকবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, এনআইডি ও মোবাইল ফোন অপারেটর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।