English Version
আপডেট : ২৪ মে, ২০১৬ ১৮:৫৩

গ্যালাক্সি সি৫ ও সি৭ বাজারে ছাড়বে স্যামসাং

অনলাইন ডেস্ক
গ্যালাক্সি সি৫ ও সি৭ বাজারে ছাড়বে স্যামসাং
একের পর এক নতুন চমক নিয়ে আসে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান জায়ান্ট স্যামসাং। গ্রাহকদের পছন্দকে গুরুত্ব দিয়ে নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসে। সেই ধারাবাহিকতায় এবার গ্যালাক্সি সি সিরিজেরেএ স্মার্টফোন নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। আগামী বৃহস্পতিবার চীনে একটি ইভেন্টে আনুষ্ঠানিকভাবে নতুন ‘সি’ সিরিজের স্যামসাং গ্যালাক্সি সি৫ এবং গ্যালাক্সি সি৭ মডেলের প্রথম দুটি হ্যান্ডসেট উন্মুক্ত করা হবে। জানা গেছে, গ্যালাক্সি সি৫ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেল) ডিসপ্লে। আর গ্যালাক্সি সি৭-এ ব্যবহার করা হয়েছে ৫.৭ ইঞ্চি ফুল এইচডি (১০৮০x১৯২০ পিক্সেল) স্ক্রিন। বাহ্যিকভাবে ডিভাইস দুটি দেখতে আলাদা কিন্তু বাকি সব স্পেসিফিকেশন রয়েছে প্রায় একই রকম। ৪ জিবি র‌্যামে স্যামসাংয়ের নতুন সি৫ ও সি৭ ডিভাইস দুটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬৪ বিট স্ন্যাপড্রাগন ৬১৭ অক্টা-কোর প্রসেসর এবং সাথে ৪ জিবি শক্তিশালী র‌্যামসহ ডিভাইস দুটিতে রয়েছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া ডিভাইস দুটিতে রয়েছে ডুয়েল সিমের সাপোর্ট, মেটাল ইউনিবডি এবং পুরুত্ব হবে ৬ থেকে ৭ মিলিমিটারের মতো। দুটি ডিভাইসে বিশেষ সংযোজন হলো স্যামসাংয়ের আলট্রা হাই কোয়ালিটি অডিও। সিলভার, গোল্ড, গোলাপি এবং ধূসর রঙের বিভিন্ন সংস্করণে ডিভাইস দুটি পাওয়া যাবে। ভারতীয় বাজার মূল্য যথাক্রমে ১৬ হাজার ৪০০ রূপি এবং ১৮ হাজার ৫০০ রূপি। খবর- গ্যাজেটস ডটএনিডিটিভি