English Version
আপডেট : ২০ মে, ২০১৬ ১৩:৩৫

এস-৯৩৬ ল্যাপটপে ব্যাকআপ ১৫ ঘণ্টা

অনলাইন ডেস্ক
এস-৯৩৬ ল্যাপটপে  ব্যাকআপ ১৫ ঘণ্টা
প্রযুক্তিপ্রেমিদের জন্য জাপানের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ফুজিৎসুর ষষ্ঠ প্রজন্মের ১৫ ঘণ্টা ব্যাকআপ দেয়ার ল্যাপটপ বাজারে এনেছে দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তিপণ্য সরবরাহ ও বাজারজাতকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স লিমিটেড।
 
এস-৯৩৬ মডেলের স্লিম ল্যাপটপটি একবার পূর্ণচার্জে ১৫ ঘণ্টারও বেশি ব্যবহার করা যাবে বলে কোম্পানির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ল্যাপটপটিতে রয়েছে ১৩ দশমিক ৩ ইঞ্চির এলইডি মনিটর। ইন্টেলের কোর আই ৭-৬৫০০ইউ প্রসেসর ও ১ টেরাবাইট হার্ডডিস্কের সাথে রয়েছে ৮ জিবি র‌্যাম। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ল্যাপটপটি পরিচালিত হবে।
 
বাজার মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা। জাপানের তৈরি এই ল্যাপটপটির সাথে দেয়া হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি ও এক বছরের বিক্রয়োত্তর সেবা।
 
জানা যায়, করপোরেট অফিসে ব্যবহারের জন্য রয়েছে ফুজিৎসুর ই৭৩৬ মডেলের ল্যাপটপ। মেটাল বডির তৈরি এ ল্যাপটপ কিনতে খরচ পড়বে ৯৪ হাজার (কোর আই ৫) ও এক লাখ ১৯ হাজার টাকা (কোর আই ৭)। অভিজাত শ্রেণির গ্রাহকরা ফুজিৎসু এস৯৩৬ এ মডেলের ল্যাপটপের দাম পড়বে এক লাখ ৬৫ হাজার টাকা। আর যারা একটু সাশ্রয়ী দামে জাপানের তৈরি ল্যাপটপ ব্যবহার করতে চান তাদের জন্য রয়েছে অত্যাধুনিক ই৫৪৬ মডেলের ল্যাপটপ। দাম পড়বে ৫৭ হাজার টাকা।
 
ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে আল্ট্রা সিরিজের ইউ৫৩৬ মডেলের ল্যাপটপ (আল্ট্রাবুক)। দাম পড়বে সর্বনিম্ন ৫৯ হাজার টাকা। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, উচ্চ রেজ্যুলেশনের গেমস খেলেন যারা তাদের জন্য রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স সম্পন্ন এএইচ৫৫৬ভি মডেলের ল্যাপটপ। দাম পড়বে ৬৬ হাজার টাকা।