স্যারদের সহকারীর কাজ করবে গুগল অ্যাসিস্ট্যান্ট
অনলাইন ডেস্ক

করপোরেট ও উন্নত সেবার মাধ্যমে স্যারদের সহকারীর সব কাজ করবে গুগল অ্যাসিস্ট্যান্ট। স্যারদের মুখে নির্দেশই মুহুত্বেই কাজ করে দেবে এ অ্যাসিস্ট্যান্ট। এমনই ডিজিটাল সেবা চালু করছে মার্কিন সার্চ জায়ান্ট প্রতিষ্ঠান গুগল।
বুধবার (১৮ মে) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে দশম বারের মতো আয়োজিত প্রযুক্তি জায়ান্ট গুগলের সবচেয়ে বড় বার্ষিক প্রযুক্তি সম্মেলন ‘গুগল আইও-২০১৬’তে মানুষকে ডিজিটাল সেবা দিতে ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’-এর উদ্বোধন করেন গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই।
নতুন এ সেবা প্রসঙ্গে গুগলের প্রধান নির্বাহী বলেন, মুখের কথায় কাজ করার ক্ষেত্রে প্রচলিত অন্য যে কোনো ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেবা থেকে আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল সেবা অনেক এগিয়ে। প্রচলিত ভয়েসনির্ভর সেবার মধ্যে গুগলের এই নতুন সেবা সবচেয়ে ভালো সেবা দেবে বলেই আমার বিশ্বাস।
সুন্দার পিচাই বলেন, বর্তমানে গুগলে ২০ শতাংশ সার্চ হয়ে থাকে ভয়েস সার্চের মাধ্যমে। এ সময় তিনি প্রথম গুগল অ্যাসিস্ট্যান্টের কাছে প্রশ্ন করেন, ‘দ্য রেভেন্যান্ট’ ছবিটিকে পরিচালনা করেছেন? উত্তরে গুগল অ্যাসিস্ট্যান্ট জানালো- ‘আলেজান্দ্রো জি ইনারিতু’। গুগল অ্যাসিস্ট্যান্ট একজনের সাথে গল্পের জন্যও ভালো সহকারী হিসেবে কাজ করবে। আলাপচারিতায় অ্যাসিস্ট্যান্টকে প্রশ্ন করলে প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে এই ডিজিটাল গুগল সহকারী। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অন্যান্য গুগল হার্ডওয়্যারও কন্ট্রোল করতে পারবে গুগল অ্যাসিস্ট্যান্ট।
এছাড়া গুগলের এই ভয়েস সেবা ভার্চুয়াল সহযোগী হিসেবে অফিসের মিটিংয়ের শিডিউল থেকে শুরু করে আবহাওয়া পূর্বাভাস ও ট্রাফিক আপডেট পর্যন্ত বলে দিতে পারবে বলে দাবি করেছে গুগল। সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছেন, এ বছরের শেষের দিকে সবার জন্য উন্মুক্ত করা হবে গুগল অ্যাসিস্ট্যান্ট। খবর- বিবিসি