English Version
আপডেট : ১৮ মে, ২০১৬ ১২:১০

রবি গ্রাহকরা পাবে লাখ লাখ টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক
রবি গ্রাহকরা পাবে লাখ লাখ টাকা পুরস্কার
বায়োমেট্রিক পদ্ধতিতে রবি সিম রি-রেজিস্ট্রেশন করে নগদ ১০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ দিয়েছে কোম্পানিটি। রি-রেজিস্ট্রেশন নিয়ে আয়োজিত ক্যাম্পেইন শেষে ভাগ্যবান একজন গ্রাহক এই পুরস্কার পাবেন।
 
এছাড়া ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন একজন গ্রাহক ১ লাখ টাকা করে নগদ পুরস্কার পাবেন। সম্প্রতি এই ক্যাম্পেইনের ঘোষণা দেয় রবি। ক্যাম্পেইনটি চলবে ৩১ মে পর্যন্ত। আরও রয়েছে প্রতি ঘন্টায় পুরস্কার। প্রতিদিন সকাল ১০ হতে রাত ৮টা মধ্যে প্রতি ঘন্টায় একজন গ্রাহক পাবেন নগদ ১০ হাজার টাকা পুরস্কার।
 
থাকছে নিশ্চিত পুরস্কারও। বায়োমেট্রিক নিবন্ধনের পর *১৪০*৩১# ডায়াল করে পাওয়া যাবে ৫০ টাকা বোনাস। অন্যদিকে নিবন্ধন শেষে গ্রাহক ৯ টাকায় (এসডি+ ভ্যাট+ এসসি ছাড়া) এক জিবি ডাটাও কিনতে পারবেন।
 
পুরো ক্যাম্পেইনের শেষে যেই গ্রাহক ক্যাম্পেইন চলাকালিন সকল সফল রি-রেজিস্ট্রেশনরীদের ৫০ শতাংশে থাকবে তিনি পাবেন মেগা পুরস্কার। যেই গ্রাহক সেদিন এর সফল রি-রেজিস্ট্রেশনকারীদের ৫০ শতাংশে থাকবে তিনি পাবেন ডেইলি পুরস্কার। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টার মধ্যে প্রতি ঘণ্টায় প্রথম সফল রি-রেজিস্ট্রেশনরি প্রতি ঘণ্টায় ১০ হাজার টাকা পুরস্কার পাবেন। মেগা পুরষ্কার বিজয়ীকে ক্যাম্পেইন এর শেষে ১২১২ থেকে কল দিয়ে জানানো হবে।
 
অফারটি বিষয়ে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংকে- ক্লিক করুন