English Version
আপডেট : ১৭ মে, ২০১৬ ১২:০৩

নেতিবাচক প্রচারণায় গুগলকে জরিমানা

অনলাইন ডেস্ক
নেতিবাচক প্রচারণায় গুগলকে জরিমানা
ইন্টারনেট সার্চে শপিং সার্ভিসের নেতিবাচক প্রচারণার জন্য গুগলকে ৩ বিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’।
 
বিগত ৬ বছরের মধ্যে তৃতীয়বারের মতো বিষয়টি নেয় সমাধানে চেষ্টা করেও ব্যর্থ  হওয়া গুগল এবার আর ইউরোপীয় ইউনিয়ন থেকে রক্ষা পাবে না বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে বিভিন্ন সচেতন মহল।
 
টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, আগামী মাসেই সংশ্লিষ্ট কর্মকর্তারা জরিমানার ঘোষণা দিবেন। এর ফলে নিজের অনুকূলে সার্চ রেজাল্ট উপস্থাপন করা থেকেও নিষিদ্ধ হবে গুগল।
 
প্রতিবেদনে আরও জানানো হয়, জরিমানা হিসেবে গুগলের বার্ষিক আয়ের ১০ শতাংশ যার সম্ভাব্য পরিমাণ ৩ বিলিয়ন ইউরো। এর আগে ২০০৯ সালে বিশ্বের সবচেয়ে বড় অ্যান্টিট্রাস্ট জরিমানা করা হয়েছিল চিপ নির্মাতা ইনটেল প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটি ১.১ বিলিয়ন ইউরো জরিমানা করা হয়। খবর-এনবিসিনিউজ