জুনের শুরুতেই অনিবন্ধন সিম নিস্ক্রিয় হবে
অনলাইন ডেস্ক

আগামী ১ জুন শুরুর শূন্য সময়ে (জিরো আওয়ার) বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনহীন সিমগুলো স্থায়ীভাবে নিস্ক্রিয় হবে। নিস্ক্রিয় সিম নম্বর পুনরায় চালু করতে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের মাধ্যমে সিমটি কিনতে হবে।
সোমবার (১৬ মে) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমেদ।
শিহাব আহমেদ বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের মাধ্যমে নিস্ক্রিয় সিম নম্বর পুনরায় নতুন করে কিনতে গ্রাহকদের তিন মাস সময় দেয়া হবে। এই সময়ের মধ্যে কিনতে না পারলে পুরনো নম্বরটি ফিরে পাওয়া অসম্ভব হবে।
ইতোমধ্যে বাংলালিংকের কতজন গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেছে জানতে চাইলে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বলেন, সরকারের উদ্যোগে বাংলালিংক ১৫ মে ২০১৬ পর্যন্ত আড়াই কোটি গ্রাহকের বয়োমেট্রিক রি-ভেরিফিকেশন সম্পন্ন করতে সক্ষম হয়েছে। তবে এই কার্যক্রম এখনো চলমান রয়েছে। আশা করছি চলতি মাসেই নিবন্ধন শেষ হবে।
গত ২৪ এপ্রিল বিটিআরসি দেশের সব অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চিঠি দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনহীন সিমগুলো স্থায়ীভাবে নিস্ক্রিয় করে দেয়ার নির্দেশনা দিয়েছে।
বিটিআরসি’র চিঠিতে বলা হয়, আগামী ৩১ মে ২৩ ঘণ্টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন হয়নি এমন সব সংযোগ স্থায়ীভাবে নিস্ক্রিয় করা হবে। সরকারের সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি। এর আগে গত ৩০ এপ্রিল পর্যন্ত সিম পুনঃনিবন্ধনের সময় থাকলেও তা ৩১ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। এরপর কোনো সময় বৃদ্ধি করা হবে না বলে জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সংবাদ সম্মেলনে বাংলালিংকের নির্বাহী পরিচালক এরিক অস এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।